Mahfuza Hilali

মাহফুজা হিলালী ১৯৭৬ সালের ১৪ জুন সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্মগ্রহণ করেন। তিনি মঞ্চনাটকে কাজ করছেন ২০ বছর ধরে। বর্তমানে তিনি ‘লোক নাট্যদল, সিদ্ধেশ্বরী, ঢাকা’-র নাট্যকর্মী। এ নাট্যদলের সম্পাদক মন্ডলীর সদস্য। শিক্ষাজীবনে তিনি ‘বাংলা সাহিত্যের ছাত্রী ছিলেন। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. এবং ২০১৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি. অর্জন করেন। তিনি বাংলা একাডেমি প্রকাশিত ‘বিবর্তনমূলক বাংলা অভিধান’ এর গবেষক এবং সংকলক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি-এর ‘এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন’ প্রকল্পে তথ্য সংগ্রাহক ও গবেষক পদে কাজ করেছেন। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের সহকারী অধ্যাপক। তার প্রকাশিত গবেষণামূলক বই ‘রবীন্দ্র-নাট্যে নারী’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস : জীবন ও সমাজ’, ‘সাহিত্যের নানা মাত্রা’, ‘রাসসুন্দরী’; কবিতার বই ‘স্বীয় সঙ্গোপনে’; সাহিত্য-সমালোচনামূলক বই ‘রবীন্দ্রনাথ : স্ত্রীর পত্র’; নাটকের বই ‘রবীন্দ্রনাথ নিয়ে দুটি নাটক’, ‘তিনটি নাটক’; ইতিহাস বিষয়ক বই ‘মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস : সিরাজগঞ্জ’।