বিশিষ্ট প্রাবন্ধিক, নাট্যকার ডঃ সোমেন্দ্রচন্দ্র নন্দী কাশিমবাজার রাজপরিবারে ৫ সেপ্টেম্বর ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে স্নাতকোত্তর। ১৯৮১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট অর্জন করেন। এশিয়াটিক সোসাইটির তাঁকে ফেলো নির্বাচন করে সম্মানিত করে। ছাত্রাবস্থা থেকেই ইতিহাসের প্রতি গভীর আগ্রহ। ইতিহাসের নানান দিক নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন। ইতিহাসচর্চার পাশাপাশি নাটক নিয়েও তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন। তাঁর লেখা ইতিহাস ও নাটকের বহু বই বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত, যা পাঠকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছে। যার মধ্যে ‘বন্দর কাশিমবাজার’ বিশেষভাবে জনপ্রিয়। এ ছাড়াও ‘বাংলা ঐতিহাসিক নাটক সমালোচনা’, ‘বাংলা নিঃশব্দ চলচ্চিত্র’, ‘Life and Times of Cantoo Baboo the Banian of Warren Hastings’, ‘History of the Cossimbazar Raj in the Nineteenth Century’ বইগুলি ডঃ নন্দীকে প্রাবন্ধিক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই বইগুলো শুধু পাঠক নয়, গবেষকদের ক্ষেত্রেও যথেষ্ট উপযোগী।
Copyright © 2020 Doshor Publications, All Right Reserved. Developed By Bongtech Solutions Pvt. Ltd.