Tushar Chakrabarti

তুষার চক্রবর্তীর জন্ম ১৯৬৬ সালের ১০ জুন, হাওড়ার বাকসারা গ্রামে। শিবপুর দীনবন্ধু কলেজ থেকে বি এস সি পাস করেন। কলেজে পড়ার সময় তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কস্ট একাউন্টেন্সি পড়তে পড়তেই গুজরাটের কান্ডলা পোর্ট ট্রাষ্টে চাকরি। বর্তমানে তিনি সরকারি চাকুরিরত। স্কুল জীবন থেকেই লেখালেখির অভ্যাস ছিল। বিভিন্ন ম্যাগাজিন ও স্মরণিকায় তিনি নিয়মিত লেখালেখি করতেন। মাঝে সাময়িক বিরতির পর আবার বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে গল্প, কবিতা প্রবন্ধ লিখতে শুরু করেন। তাঁর লেখা উপন্যাস ‘বেনারসি’,‘লালচে দাগ’, ‘Inqualab’, গল্প সংকলন ‘বিড়চি’, ‘ভূতের খোঁজে’,’ ‘B-52’, এবং কবিতা সংকলন ‘মুখোশ’ ইতিমধ্যেই পাঠকের প্রশংসা অর্জন করেছে। ত্রিনয়ণার খোঁজে (এসিপি নচিকেতা সিরিজ) লেখকের প্রথম রহস্য উপন্যাস।