দিল্লী থেকে এই সুদূর বোলপুর পর্যন্ত আচ্ছা, একটা মাত্র স্যুটকেসের বিনিময়ে এত কিছু পাওয়া যায় ...? যা হারিয়েছিলাম তা ছিলো টাকা পয়সা, জামা কাপড়, দামী দামী যন্ত্রপাতি। হারিয়েছিলাম আলীগড়ে, অথবা হাথরাসে! যা পেলাম, তা হলো মানুষ, ভালোবাসা, আত্মীয়তা।
Price : ₹ 210